দিনান্তের লালে এখন
অস্তাচলের ভানু...
একগঙ্গা সিঁদুর,
দিব্যি প্রতিবিম্বিত হচ্ছে
এ দুটি নয়নে;
বিরহে বিধুর।
দিনের ক্লান্তি ধুয়ে
ভারাক্রান্ত তনু...
সেই রোদ্দুর সাম্রাজ্যে
মেঘেদের সৃষ্টি,
ঝাঁপিয়ে পড়লো এক টুকরো
দুরন্ত বৃষ্টি।
এখন তুমিই সাক্ষী
রঞ্জিনী রামধনু...