অসাবধানেই নেতার বাড়িতে হামাগুড়ি
আদালতও আইনমতো বিচারে লেগে যায়
আগাম শাস্তি দোরগোড়াতেই খাবি খায়...

কেলেঙ্কারির নামে নিয়মিত সুড়সুড়ি
ক্রিকেট প্রেমীরা চে‌য়ে আছে উঁচু পাহাড়ে
হয়তো নতুন করে একশ চায় বাহারে...

শেযে মাঝসাগরে নামাতেই হলো ডুবুরি
ক্ষেত্রমেপে দু'দলই তীক্ষ্ণ নজরে দুজনায়
কেইবা দেখে? সবাই নিজের ঝোলা সামলায়...

**************************

আগামী বুধবার পর্যন্ত ব্যস্ততার জন্যে কোন
লেখা  পোস্ট করা  সম্ভব হবে না বলে কিছু
মনে করবেন না।