তুলট মেঘটা আকাশ ঘিরে
দেখতে ভালোই লাগে,
আকাশ নীলে সাদার ভীড়ে
হীরের জ্যোতি জাগে।
শরৎ ধারা লাগাম ছাড়া
খোদ বর্ষার রূপে,
নাও যদি হয় নজর কাড়া
ভেজায় চুপে চুপে।
কাশের বনটা শনশনিয়ে
ঘন সাদায় ভাসে,
আগমনীর সুর শুনিয়ে
মিষ্টি হাসি হাসে।
কাশফুলের গন্ধ দ্বন্দ্বে
নাক যেটুকু ধরে,
পূর্ণ তাও যে পুজোর গন্ধে
ভুলবো কেমন করে?