কেন্দ্রে হাত কাঁপলে বৃত্তও আদল বদলায়,
প্রতিধ্বনি ফেরে না আর উপল উপকূলে।
নস্যাৎ হয় ফুল,ন্যায়ালয়ে বিদ্যুৎ চমকায়,
কেন্দ্রে হাত কাঁপলে বৃত্তও আদল বদলায়।
ধীরে ধীরে স্বাভাবিকভাবেই গতি থমকায়,
স্মৃতি খুবই দুর্বল, যত্নে রাখি চিন্তার মূলে,
কেন্দ্রে হাত কাঁপলে বৃত্তও আদল বদলায়,
প্রতিধ্বনি ফেরে না আর উপল উপকূলে।