হে বিদ্রোহীকবি তুমি,প্রেমের কবিও;
শৈশবের ছন্দে বদ্ধ তোমার ছবিও!
জওয়ান বেশে ছিলে যুদ্ধক্ষেত্র জানি,
দুখু মিঞা নাম যেন সার্থক জীবনী।
গানের জগতে ছিলে শ্রেষ্ঠ লিপিকার,
সুর-ঘরানার মানে, নামী সুরকার।
গোছানো জীবন তুমি করনি যাপন,
ছড়িয়ে ছিটিয়ে ছিলো কর্মকাণ্ডে মন।
শেষ ধাপে যেন তুমি খেলাঘর লয়ে,
দেখেছো নীরবে সব রুদ্ধবাক হয়ে।
জন্মদিনে নামীদামি শুভাকাঙ্ক্ষী এলে,
দেখতে শিশুর মতো চক্ষু দুটি মেলে।
ছলছল আঁখি ছিলো শৈশব সমান,
তবু তাহা ছিলো জানি চির দীপ্তিমান।