সেদিন থে‌কে আর কোনো আঁধার দেখিনি
যদিও তখনও ছিলো মেঘলা আকাশ
আর কপালে জুটেছিল ছোট্ট একটা চুমু
তাও আবার চোখের পাতা ঘিরে;
হঠাৎই, তবুও ...

শুধু বলেছিলাম, তুমি কি কবিতা লেখো?
বলতে বলতেই আঙুলে কলমের ছোঁয়া
তখনকার সেই আলোকিত গল্পে
স্তব্ধতার দীর্ঘ পথ পেরিয়েই কবিতা এলো;
শুধু একবার...

সেদিনের ঝাপটা বৃষ্টি এলোমেলো স্মৃতি
কখন যেন অগোছালো করলো জীবন
একেবারে অন্ধকারে থাকা সত্ত্বেও
চোখ-পাতায় ঠিকরে পড়ছিলো আলো;
ফাগুয়ার রঙে...