লোকে বলে
পূর্ণিমায় তাজমহলে
প্রেমের আগুন জ্বলে।

ইচ্ছে করে
চাঁদটা মুঠোয় পুরে
রাখি হিসেব ক'রে।

নগরবুকে
তেজী ঘোড়ার সুখে
আশা বাড়তে থাকে।

ভাবতে থাকি
জীবনটাই নাকি
কালিদাসের ফাঁকি!

ফিরে এলে
হাতটা ধরি মেলে
কাজল কালো জলে।