পাথর ভেঙ্গে একদিন ঘর স্বপ্নে এঁকেছিলাম
তখনও এত বসতি গড়ে নি,
হাতের জোরে বিশ্বাস লুকিয়ে ছিলো__
কখন যে রাজা-রাজড়াদের দখলের ইতিহাস
বর্গীর হাতছুঁয়ে নেমে এসেছিল,
টের পাইনি একটুও...
এখন আমার কব্জির ওপরে হাতকড়া!
'কেহ বা কাহারা' যাদুকর হয়ে
আমার মুখের ওপর অনায়াসে হকুমজারি করে,
এরা সবাই নাকি আমার মঙ্গল খুঁজতে
দলাদলি করে অথচ মরি আমরা__
ওরা কিন্তু রাতের আঁধারে বেশ হলায়-গলায়...
পাথর ভাঙ্গা হাত নিয়েও চলে অনেক বেসাতি
শেষমেষ কপালে পাথর চাপা__
ঘর যদি বা হলো, সব স্বপ্ন অকালেই নিশ্চুপ!
সে ঘরে যারা আসে যায় জীবন খোঁজে না__
তাই আবারও বসে বসে জটিল অঙ্ক কষি,
আর একত্রিত করি আমাদের এই পাথুরে হাত...