চলে তো যাবেই সময় হলে
যাবার আগে একবার ফিরে দেখো
ওগো আমার পরিচিত চাঁপার দল,
মনে রেখো, নিশুতি কালো আকাশে
রাতের গভীরতা নিয়ে যায় রাতকে
নতুন কোনো অমরাবতী লোকে...
সেখানকার দিব্যজ্যোতিচ্ছটায়
যতদূর রমনীয় হওয়া যায়
ততটাই পাল তুলে ময়ুরপঙ্খী বাই,
তখন আমার অভিরুচির
জাল বেছানো নরম শেকড়গুলো
প্রলুব্ধ রাতবাসরে বড়ই একাকিনী...
তোমার কল্পিত সঞ্চয় হতে যদি
সে রাতের সাড়া আসে সাড়ম্বরে,
তখন জেনো, রাতের দীপ্যমান জ্যোতি
শেষের ছবিতে হাত দিয়েছে কোনো__
ভেঙে যাবে আমার দুঃস্বপ্নের খেলাঘর
অসহায় হয়ে একাই চলতে হবে পথ...