খোলা জানালায় মাথা রেখে
একটু আড়ালে থেকে
দাঁড়িয়েছিলাম, পর্দা ফাঁক করে
এলোমেলো ওড়া তোমার চুলে
ঢেউ উঠেছিল দুলে দুলে
এগিয়ে গেলে, না দেখার ভান করে
অনেক ইতঃস্ততের ভীড়ে
সঙ্গী হবে এমন জোরে
মন বাঁধো নি, তবুও হেঁটে একটু ঘোরে
চলাফেরা কি আর সব
নজরেতে তোলে কলরব
যদিও পাশাপাশি, অথচ কতই না দূরে
আর খুঁজি নি ফেরবার পথ
মতের নাগালে রেখেছি নিজের মত
চোখটাও বাঁধা, পড়েছে কুহক নজরে