ব্যথাতুর মনে দেখি
নিদহারা রাতের আনাগোনা
ভাবনার এলোমেলো পথে
রঙ হারানো নিভন্ত ট্রাফিক যেন
ভুলে গেছে সরবতা।
আর ঠিক তখনই
আমার নজরে বন্দী হয়
কালো ধোঁয়ার চাদরে মোড়া
নতুন দিনের নতুন সকাল নিয়ে
সাথে কুয়াশার নীরবতা।
অথচ তখনও কুলিমজুর দল
বিসর্গের মতই আশ্রয়ভাগী
দামি গাড়ির জেল্লায়
কখনো তলিয়ে যায়, একটু হইচই -
কালো গাড়ির আওয়াজে চুপকথা।