জ্বলতে জ্বলতে  তবুও পলতে বলে,
'আমার কথা লেখা প্রদীপের তেলে'
আলোর গানে রাঙানো  যত  বুলি-
আঁধার মুছে  পেরোচ্ছে  কানাগলি।

নিয়ম মতো  চলতে  হিসেব রাখে,
পাঠ-খননে  সজীব  হয়েই  থাকে।

সৃষ্টি দিয়েই  সাজানো  যে সভ্যতা
ছন্দে-বর্ণে  নিয়ে এলো সমঝোতা,
সবটা  ভেবে  যখনই  কদম  রাখি-
'পাঠক দৃষ্টি'  কথা  কয়  বাদবাকি।