আলোয় ভিজে গাছটা এখনও দাঁড়িয়ে,
রংবেরঙের নিশানা যাচ্ছে সব মাড়িয়ে...
চমকলাগা বৃন্তভারে রঙিন কিছু মেঘ,
কনেদেখা স্বপ্ন নিয়ে নিছক ভাবাবেগ...
শীর্ণপাতার জলোডগা ওপরদিকে তার,
তবু কেউ মনে করায় না,ও পাতাবাহার...
এভাবে দুমড়েমুচড়ে অপূর্ণতার প্লাবন,
ভেঙে দেয় ও পাতার জীবন,কথাজীবন...
লুকোনো বীজ হতে উদ্গত কোন কলি,
বিবর্তনের পথেই নামে ছেড়ে অন্ধগলি...
শুনি সুতীক্ষ্ণ আর্তনাদেই কাটে অন্ধকার,
ফিসফিসিয়ে শেকড় মেলে পাতাবাহার...