সম্পর্কের নানান ধরণ
রঙিন বা কালো গড়ন
দুরত্বে তা নয় একটুও
সময় লেগে যায় তবুও
পারাপারের মুক্ত ছন্দে।
ওপারে নজর গভীরতা
এপারে কঠিন নীরবতা
অনর্থক সময়ের চলনে
ধৈর্য আটপৌরে বসনে
দুপারের ঐতিহ্য দ্বন্দ্বে।
সময়ে যা দুপারে ছিলো
ফল্গু-ধারাতে ধরা দিলো
তবুও নীলকণ্ঠের গরল
কিছুতেই হলো না তরল
সকাল হয়ে যায় সন্ধ্যে।
কলঙ্ক যা থাকুক আমার
দৃষ্টিতে বিলকুল আঁধার
বিষনজরে এখন স্তিমিত
সুনজর জীবিত বা মৃত
মাতালো কামিনী গন্ধে।