তখনও আকাশে কৃষ্ণপক্ষের চাঁদই ছিলো
কিছুটা আঁধার, খোলা বাতায়নে
শেষবারের মতো নজরে এসেছিল মুখটা...
বড়ো আশা করে আর একবার শুক্লপক্ষে
আবারও সেই মল্লিকা দেখবো বলে
বাগানটা চষে ফেলেছিলাম...
শ্রাবণ শেষে গুমোট ভাদ্দরে
জলের প্রাচুর্য, কাপড় শুকোতে চায় না
নদীপথে অনর্গল ময়লা বয়ে চলে...
একবার পেঁজা তুলোর আকাশ এনে দাও
কাশের বনে লাগুক হাওয়ার দোল
ময়ুরপঙ্খী শাড়িতে আসুক পুজোর গন্ধ...
আমি এখনও পূর্ণিমার কাঙ্গাল
সন্ধ্যের আলোকসম্পাতে ছোট্ট দীপ হাতে
একটু মুচকি হেসে, আসবেই কাছে...
এই মগ্ন তাপসের জন্য, সুজাতার বেশে...