------------------------

           পথটা
        ছিলো সবার
    মিছিল করে চলার।
সেখান থেকেই সৃষ্টি হলো
           সুপথ;
আলোর হদিশ নিয়ে এলো।
    বলও পেলো বলার,
        অল্প কথার
           মতটা।