আঁধারকে যেতে দিও না
জানালার পাল্লাটাতো খোলো
ক্ষেতভরা ফুলদল পাপড়ি মেলতে উন্মুখ
সবুজপাতার লকলকানিও বেশ উজ্জ্বল...

অলিরা এসে ছুটবে এদিক ওদিক
সে উচ্ছ্বাস আর রাখার যায়গা কই?
গোল গোল কুঁড়ির ছোঁয়ায়
প্রজাপতির ডানা বুঝি বাঁধ মানছে না...

দেখো, যেন কূনজর না লাগে
টপ্ করে ছিঁড়ে না নেয় লম্পট দস্যুগুলো
তবেই না ফুলের বাগান ছেড়ে
রওনা দিতে পারবে ওদের নিয়ে ফুলওয়ালি...

কেউ অন্নপ্রাশনে কেউবা উপনয়নে
কখনো জন্মদিনে নয়তোবা বিবাহবন্ধনে
একে একে পৌঁছে যাবে সময়মতো
যে যার নিজেদের জৌলুসটা বাড়াতে...

এ পর্যন্ত ভালোই চলছিল, তবুও যেতে হয়
না চাইলেও খাট সাজানোর জন্যে মাঝে মাঝে
ভয়ংকর সেদিনটাতেও ফুলের প্রয়োজন
এবারে বন্ধ করো পাল্লাটা আসুক যতই আঁধার...