মোটের ওপর একটা আশা দানা পাকিয়েছিল
খামবন্দি একাধিক রিপোর্ট আর
হুজুরের তরফে বলা সোনার ডিমের গপ্পে,
এভাবে যে মনোবল নিয়ে তা খেলবে
ভাবিনি একবারও...
যেভাবে রাশ ধরে থাকা রিভলভার হতে
একে একে মিসফায়ার হচ্ছিল;
তা থেকেই কিছুটা আন্দাজ এলেও-
নির্লজ্জ ফলাফল কিন্তু হতাশ করেছিল!
আবার প্রমাণিত হলো সাধারণ কত অসহায়...
দায়ভার নিয়ে যারা পথে নেমেছিলো
সরে তারা যায়নি ঠিক কথা!
এও জানি জোয়ারে কূল ভাসলে আজও
মিলতে পারে গন অভ্যুত্থান, বান দরকার!
হাল না ছেড়ে তাই পাল ধরেই আছি...