ওহে ভুবনমোহিনী দেবী!
তোমায় ভালবাসি বলেই যে
তোমার কথাই ভাবি,
কেউ কেউ তাই রঙ্গভরে
বলেন আমায় কবি।
আঁধার মেঘের বাদল
মানেনা যখন আগল,
পাটভাঙা এক শাড়ি পরে
দাঁড়িয়ে ছিলে নদীর পারে__
তুললাম সেই ছবি।
মানিনে চড়াই উৎরাই
সমতলে খুশি হাতরাই,
কখন যে মন কারে টানে
মনই কী তা সঠিক জানে?
হাতরে মরি সামান্য সব দাবী।
রাখিনা কোন বৃহৎ চিন্তা
মনে হয় আমি সবজান্তা,
পাঠক মহলে হয়ে অনামি
ভাবছি কখন লাগে সুনামি__
পাইনে খুঁজে ভাঙা ঘরের চাবি।