চাঁদের পাহাড় বাড়ায় বাহার
জোছনা চাঁদের রূপ,
চাঁদনী রাতে গিরিখাতে
নীরব কথাও চুপ।
তুষার ধবল আলোয় পাগল
হিমেল হাওয়ার রেশ,
পিয়াল পাইন মানে না আইন
স্নিগ্ধ পরিবেশ।
এমন রাতেই লেপের সাথেই
গোপন কথা হয়,
মনের সুখে বালিশ বুকে
স্বপ্ন জেগে রয়।