বোশেখী সুর             তপ্ত দুপুর              
          মাথার ওপর রোদ,
চলতে চলতে        পঁচিশ পলতে
          স্মরায় রবির বোধ।

চোখ চে' দেখি         হঠাৎ একি
          নেই চিলতে আলো,
শোনায় অলি        গানের কলি      
          মুছেই যায় কালো।

চলতি মেঘে          দারুণ বেগে
            বৃষ্টি ঝরো ঝর,
ঘুম ভাঙিয়ে          দুখ জাগিয়ে
          পেলেম গানের স্বর।

ছাতিম তলায়      দুপুর বেলায়
           যাবার ইচ্ছে হয়,
মন গলিতে       তাল তালিতে
            নতুন পরিচয়।

তল্পি নিলেম    পৌঁছে গেলেম
        লাল মাটির দেশে,
রবীন্দ্রনাথ          ছলাৎ ছলাৎ
         নিঃশ্বাস প্রশ্বাসে।

*********************
###  বিশেষ অসু‌বিধার জন্যে আজ
কোনো পোস্ট দেওয়া সম্ভব হবে না।