মানুষেরা সব মুখোশ পরে আছে
ভয় দেখাচ্ছে দমিয়ে রাখতে কাছে,
বিশ্ব কাঁপুক ওদের তাড়নায়
সেটাই ওরা মনেপ্রাণে চায়...
সাদামাটা কথার ধার ধারে না
ভাবটা যেন মূর্তিমান এক হায়না,
সময়ে নখর বার করতেই পারে
জখমও করে মাঝেমাঝে চুপিসারে...
নেকড়েগুলোর মুখোশ লাগে না কাজে
লোকজন কেউ যায় না ওদের কাছে,
প্রয়োজন ছাড়া আঁচড়ও কাটে না মোটে
কূ-প্ররোচনাতে হিংস্র হয়ে ওঠে...
বনের থেকে স্বাধীনতা কেড়ে নিয়ে
রাখছো ওদের খ্যাপাটে বানিয়ে দিয়ে,
যদিবা কখনো ওদের বদলও হয়
মুখোশধারী মানুষ, সদাশয়(?)...