তালপাতার পাখাও সেই
হাওয়ায় দোদুল দোলে
আমেজ ছড়িয়ে বলে
কে বলে, হাওয়া নেই?
সন্ধ্যারাতে প্রতিমার চোখে
স্নিগ্ধ মদির হাওয়ায়
দেখি পবিত্র চাওয়ায়
তুলসী গন্ধ, ধূপ হয়ে ঢোকে।
সেদিনও একটু হাওয়ার খোঁজে
করোনা রুগীর ছটফট
প্রমাণ করেছে ঝটপট
হাওয়া আছে, যে বোঝার সে বোঝে।
আড়ালে থাকা ওই যে প্রানবায়ু
সেটাই হয়তো ঐশ্বরিক আয়ু।