সকাল না হতেই পায়ে পায়ে
গর্জনে মুখরিত সাগরবেলায়
একচটি  বালি সংগ্রহ করেও
গিয়ে দাঁড়ালাম পুরোই একা।

ভেজা বালুচরে চাদর সরিয়ে
গতস্নানের  বেশকিছু আনন্দ
যেন নোনা  উচ্ছ্বাস  ছড়াচ্ছে
যার প্রতিটা এলবামেই তুমি।

আমি চমকে উঠেছি বারবার
সেখানকার ঢেউখেলার ছলে
জেগেছে তলিয়ে যাবার ভয়
তুমি, আমি  কিংবা দুজনের।