নির্জন রাত উঁকি দেয় যখন তখন
শয়নকক্ষে পাশাপাশি একসাথে,
তবুও তা
যেন একটা লৌহকপাট,
ধুলো হয়ে উড়ে গেছে রজনীগন্ধার বাস...
অভাবের সংসারে যতটুকু শান্তি ছিলো
সিগারেটের ধূম্র গোলকের মতো,
যেন কখন
চারদিকে টুপটাপ শব্দে ঝরে পড়ে,
একটাও মানানসই হয়না কক্ষণো...
বাবলাগাছের কাঁটা পেরিয়ে
ফুল খোঁজাটা নেহাতই রসিকতা,
আজও দেখি
বিদায় বেলায় শুধুই শূন্যতা,
তাই শেষবারের মতো যাত্রা দক্ষিণে...
আলগোছে একটুকরো খুশির আমেজ
রেখে একদিন বিদায় নেবো,
কারণ জানি
তোমার এই অকুণ্ঠ ভালবাসা কেবলই
রোদেলা ইতিহাস দেখায় অভ্যস্ত...