নীলাঞ্জন চোখে চাঁদের ফাঁদে নীলিমা,
স্বর্ণকান্ত দেহে ক্লান্ত, শ্রান্ত সুরভি।
শৌর্য সমারোহে সুপ্ত, লুপ্ত গরিমা;
নীলাঞ্জন চোখে চাঁদের ফাঁদে নীলিমা।
দুর্নিবার আনন্দে দ্বন্দ্বে, ছন্দ মহিমা,
পূর্ণবাউল কণ্ঠে নৃত্যের চিত্তে ভৈরবি।
নীলাঞ্জন চোখে চাঁদের ফাঁদে নীলিমা,
স্বর্ণকান্ত দেহে ক্লান্ত, শ্রান্ত সুরভি।