ঘরে বসেও কাগুজে উপলদ্ধিতে শুনি
হিটলারের পদধ্বনি
না, হিটলার নির্দিষ্ট কোনো নেতা নয়
সে তার স্বনামখ্যাত পরিচয়।
ছাতিম গন্ধে দিগ্বিদিক মাতাল
আকাশ বাতাস বা পাতাল
অথচ আমার নাকে ভিজে বারুদের গন্ধ
সমীচীন নয় বলেই মন্দ।
তবুও কবিতা বাড়ছেই পাতার পর পাতা
সাথে নতুন বেশভূষায় অসংখ্য নেতা
এখনো জলকে চলের সেই ছেলেবেলার কুমির
যদিও আমার ভাব লোকদেখানো গম্ভীর।
আমার এখন কুড়িয়ে পাওয়া ভুগোল ইতিহাস
বলা যায় নির্জন সহবাস
জানিনা আজ এ কোন মায়ার ঘোরে
দিনরাতের সব হিসেব রাখছি এপিসোড ভরে!