শূন্য হাত ভরে মেহেদীর কল্কা নিরিবিলি
রঙিন করে মন,
বুঝিনি তখন-
সে আঁকায় রঙ ছিলো যত দেশী
ঢঙ ছিলো তার চেয়ে অনেকটা বেশি।
এখনো চোখ বুজলে কানাগলি-
দেখতে পাই শত শত আয়না
নানা মুখের ছড়াছড়িতে যা চায় না,
লাল লাল টিপ
বুক ঢিপ ঢিপ!
না জানা স্বপ্ন যায় জলাঞ্জলি-
কুমোরের ছাঁচে ফেলা বিকৃত এক মুখ
শ্যাওলা জমে জমে ডুবতে ব্যস্ত সুখ,
পারঘাটের কুয়াশায় বাদ্য সহকারে
ঢেউ ছাড়া ওই শান্ত জোয়ারে।