পশ্চিমের ঘনমেঘে আকাশটা কালো
উড়ন্ত পাখিদেরও এলোমেলো চলা,
জানলায় একাবসে পাইনে তো আলো
ভালোবাসা উঁকি দেয় বেড়ে যায় ছলা।
জানাশোনা বুজরুকি, পড়ে যাই ফাঁদে
পিচ্ছিল জীবনভোর কাদা ছেনে যাই,
এভাবেই দিন কাটে পোড়া মন কাঁদে
চুপ রাতটা কোনমতে একলা কাটাই।
আলোহাতে আর কবে দিন শুরু হবে?
কবেইবা সাদামেঘে ভাসাবো এ ভেলা!
দিনগুলো ঋণমুক্ত ভাবেতে এগোবে
ভাবনার আবরণে কাটাবে ঝামেলা।
সোনালী স্বপ্নজালে ডুবতে মন চায়
মন বলে অনিমিখে সৃষ্টি হোক কলা,
দীর্ঘশ্বাস চেপে ধরে প্রতিটি পর্যায়
আকণ্ঠ গরলেতে ভরে যায় গলা।