আকাশ বড়ই উদাস ছিলো
বাতাসও বেশ জলো,
বসন্ত বায় কুহুর গানে
জীবন মুক্ত হলো।

সুখ না চেয়ে স্বস্তি খুঁজলে
জীবন যাপন নীল,
লেখার খোঁজে পাঠক দামি
মাছ নজরে চিল।

উদার রবি দানেই সেরা
তাও বোঝে না কবি,
সকল কাব্য নাব্যতা পায়
হলে রূপজ ছবি।