জানালার ওই  ঘসা  কাঁচে
না দেখা দুখ  একাই বাঁচে।

ঝাপসা যত  স্মৃতির পাতা
সঞ্চারিত  খেরোর  খাতা।

গভীর  রাতের  বারান্দায়
মনখারাপও  মুক্তি   চায়।

শূন্য  ঘরে  শীতল  লেপে
শুখা হাত  উঠেছে  কেঁপে।

পোড়া সিগার ছাই পাহাড়ে
ভাঙ্গা স্বপ্ন হাজার হাজারে।

সম্পর্কের   গভীর    জলে
নিঃস্ব আঁধার হাতড়ে চলে।