সৃষ্টিপথের আনাচে কানাচে,
নয়া পটভূমিতে আজও রয়েছে রঞ্জিত
বহু সম্ভাবনাময় সবুজের প্রতিশ্রুতি,
নতুন আলোর টানে ওরা উজ্জীবিত
আর বেশ খানিকটা উজ্জ্বলও বটে...
বিপিনের ঝুলেভরা সেই দোকান হতে
কোলাহলময় রাজপথের সীমানা অব্দি,
নানান ইতরেতর ব্যক্তির ঝুলি
শব্দবন্ধনের উচ্চারণে সজীব এখন,
এই সহজ সত্যটা সিম্ফনিকে মুঠোয় এনেছে...
প্রত্যাশার আঘাতে জর্জরিত হয়ে বারবার
সংশোধনের নতুন পন্থা খুঁজতে শিখেছে,
বেওয়ারিশ পথের মধ্যে এখন সমবেত ওরা;
কারুর ছত্রছায়ায় না গিয়েও,
মানবিক বোধের সাড়াটা পেয়েছে...
দূষিত বাতাসকে ছুটি দিয়ে তাই,
আগামী প্রজন্মকে দিয়ে যেতে চাই নতুন সাম্পান...