জীবনটাকে একবার
নতুন কোন মোড়কে সাজিয়ে দেখ,
পুরোনো কোন শ্যাওলা জমেছে কি?
যদি সেটাও হয়
শেষবারের মতো ফাঁকা করো মোড়ক,
মনে রেখো আবর্জনা বর্জনই শেষ কথা।
একগুচ্ছ অচেনা মুখ
যন্ত্রনার আওয়াজ তুলে যদি ডাকে,
সাড়া দিও তাতে বলো তুমিও আপনার।
এভাবেই সৃষ্টির হাতছানি আসে!
বৃষ্টির অঝোর দৃষ্টিকে গ্রাস করে অবসরে,
আর তুমিও কবিকলমে লেখো কবিতা কোনো।