মন আয়না,
বিম্ব দেয়না,
হয় না;
ঘরের বিবি,
নকল চাবি,
চায় না।
একটুকু ঘর,
আপন বা পর,
জানেনা;
সবার জন্যে,
বিষম হন্যে,
ভাবনা।
যেদিন সবার,
সময় ভাবার,
আসবে;
আয়না সেদিন,
স্পষ্ট স্বাধীন,
খুঁজবে।
ভুলের ভবে,
একদিন সবে,
ছুটবে;
ঝড়ের নিশান,
ঘরের কিষান,
বুঝবে।
সেদিন তোড়েই,
মজুর দেবেই,
জোর টান;
পাল্টে দেবে,
সমাজ পাবে,
ফের প্রাণ।