নিত্যনুতন স্বপ্নে যতন, বছর আসে বছর যায়;
বর্ণে গন্ধে বিপুল ছন্দে নান্দীকরে মহান মিল।
চরিত্র দল বিভিন্ন বল পর্দা ফেলে রঙ ছড়ায়,
নিত্যনুতন স্বপ্নে যতন, বছর আসে বছর যায়।
মন্দভালোয় সেরাআলোয় আগামীমন দখলচায়,
পুরোনোদিন হারিয়ে বীণ, থাকুক দিল ঝিলমিল!
নিত্যনুতন স্বপ্নে যতন, বছর আসে বছর যায়,
বর্ণে গন্ধে বিপুল ছন্দে নান্দীকরে মহান মিল।
*** নান্দীকরে > স্তুতিপাঠকে।