বল নেই মার বাবাও বেকার
একাই ইন্দুমতী,
পাঠশালে যায় ছাত্র পড়ায়
যেন মা সরস্বতী।
পুজোর মন্ত্র জোগাড়যন্ত্র
সবেতে মাপা ফিতে,
ইন্দুমতীর আনত শির
মাঘী শ্রীপঞ্চমীতে।
বিদ্যে দিও খাদ্য দিও
ভক্তি দিও মা ভরি,
দাও মা মতি সরস্বতী
দুর্বল ভাব ছাড়ি।
বাবার কলে চোখের জলে
দূর হোক বদনসিব,
মায়ের শক্তি আনুক ভক্তি
আমি যে অবলা জীব।
ভাসুক পালের নতুন চালের
জোয়ারে ইন্দুমতী,
দেখুক লোকে অবাক চোখে
নব মা সরস্বতী।