এক বসন্ত উজাড় করে
হোলি দোরে এলো,
রঙ ফাগুয়ায় মাতিয়ে সুর
আপন করে তোলো।
এই ফাগুনেই ফুলেল শোভা
মধুর গন্ধ পায়,
পাগল অলি পথ ভুলে আজ
কলির মন ভরায়।
যা কিছু সব সঙ্কীর্ণতা
এখন অনেক দূরে,
মৌমাছি দল পুষ্প সুবাস
বন্টনে মন ভরে।
এই হোলিতেই শান্ত স্নিগ্ধ
রঙিন খেলা চলে,
দোঁহে মোহে সোহাগ ভরে
এক সাগরের তলে।
গুলাল রাঙা লজ্জা ভাঙা
স্বপ্ন যেন জাগে,
শ্রেষ্ঠ হৃদয় হোক সহৃদয়
এই ফাগুনের রাগে।