বাইরে থেকে ঝাঁ চকচকে
ভেতরে মিশকালো,
সুটেড বুটেড তবুও ফেড
এটাই চলছে ভালো।
স্বচ্ছ সদয় মনের উদয়
হাজারে এক মেলে,
জমজমাট চাঁদের হাট
ভীড় এড়িয়েই চলে।
খুঁজলে বেবাক হই যে অবাক
জল নিংড়ে ছানা,
ভাবি নি যারে সেই দিতে পারে
পাতে দু এক দানা।
খোঁজের শেষে মাথায় আসে
ভেবো না কাউকে ঝুট,
নীচের তলায় হলায় গলায়
লুকিয়েই বাঁচে রুট।