আলটপকা কথায় কথায়
প্রহরীদের মানসিক চাপ,
ঘনজালের টুকরো রাতটা
চুনোমাছেই ঠিক চুপচাপ।
আকাশ মেঘে শব্দ চরম
খোলা মনে কাঁপন তোলে,
বর্ষা রাতের মনের আশা
চুপ নাচনে চাই হিল্লোলে!
হাঁসুলিবাঁক নদীর জলে
খোলা মনের রূপ সন্ধানে,
রাতের মুক্ত গঞ্জনাতেই
সমাপ্তি হোক অভিমানে।
ছায়াপথের সেই ঠিকানা,
মনের কোণে রয় অজানা।