আচমকা কিছু ভয়
তাড়া করে বেড়ায় এদিক ওদিকে
তবু তার মধ্যেই ছুটছে
জীবনযুদ্ধের ত্রিকালজ্ঞ রথ
সেখানকার সময়ে কখনও শাসানি
কখনও বা আতঙ্কিত মানব আস্ফালন
সাধারন নাগরিকদের যাত্রা
উত্তুরে হাওয়ার ঠান্ডা বয়ে আনে।
পাশাপাশি দেখতে পাই
আর এক দুনিয়া
শতকোটি নক্ষত্রের তির্যক আলো
এক সূর্যের দিনাবসানে
ছড়িয়ে পড়েছে আম জনতার কাছে
সেখানে অধীশ্বর নির্বাক হলেও
বিচারে ধীর স্থির
তার সেই স্থিতিশীলতায় মনভার কেটে যায়
দখিনা বাতাস আনে তৃপ্তির লহর।