আজও দেখি বিপন্ন হচ্ছে সভ্যতা,
সবুজের বুকে ছিন্নভিন্ন মানুষের বেঁচে থাকা,
এখনও ধুরন্ধরেরা বাজী খেলছে পাশায়
সাজানো মানুষের লজ্জা আর সারল্য নিয়ে,
অথচ আমরা সবাই অবনত শিরে...

আমি বা আমরা কেন? তামাম বিশ্ববাসী
মাথা নত করতে করতে শেষবার,
মহাভারতের বৃদ্ধপ্রপিতামহকে বলছে,
'মনে হয় আজ আমরা হয়তোবা
পরিস্কার আকাশ দেখতেই ভুলে গিয়েছি...'