মাঝেমাঝে দেখলে চোখে কালো
মনে হয় ভুলে যাওয়াটাই ভালো,
শুধু দুএকটি দিনের কথা
বয়ে আনে মনে অসীম বারতা,
আধবোজা চোখে দেখে অন্য মুখ
ধমনীতে যেনো আনে স্বর্গসুখ...
কিন্তু কদাপি শেকড়ের কাছে নয়
সেখানেই আছে জন্মপরিচয়,
নাভি না পুড়লে তবুও তা জ্বলে
অস্থি হয়েই ভাসে গঙ্গাজলে,
সেই শেকড়ের কাছে তোমার ঋণ
ধ্রুবকের মতো উজ্জ্বল চিরদিন...