মনময়ুরের আসা যাওয়া
পেখম তুলে নাচ,
বাদল ঝরা চানের হাওয়া
মনের আতস কাঁচ।
বর্ষা দুপুর সাজিয়ে রাখে
সিক্ত মাটির বাঁক,
বকুল গন্ধে শালিক ডাকে
চায় পিয়াসী চাক।
গাঁয়ের বধু স্নানটি সেরে
লজ্জা ঢাকতে চায়,
কলসী কাঁখে হাতটি নেড়ে
মনমোহিনী গাঁয়।
টাপুর টুপুর ঠাণ্ডা হাওয়া
সাজ গুছিয়ে নেয়।
মনময়ুরের আসা যাওয়া
জীবন বদলে দেয়।