অনুভূতি এখনও উথালপাতাল
কাঁচের টেবিলে স্বপ্নজাল,
যেন দূরে থাকা নীহারিকাপুঞ্জে ভাসে...
তারকা খচিত তেরাত্রির মিলনে
খাতার পাতা মন কলমের আসাযাওয়া মানে,
ভেজা জল ফোয়ারায় শুচিস্মিত হাসি হাসে...
সারা দুনিয়ায় বহমান সময়ের গাঁথা
ছড়িয়ে পড়ে নিয়ে নতুন রূপকথা,
ভাইরাল প্রতিশ্রুতি তায় ভরপুর...
সস্তা যত রসিকতা দূরে রাখতে পারি
এখনো মন কলমটা কালের কালিতে ভরি,
লিখে লিখেও লেখক যেন অনেকদূর...