জোছনার হাত ধরেই রাত এলো,
একসময় মেঠো কাজ সেরে
বাড়ির দরজায়,
মুড়ির বাটি সরিয়ে
একটু আদরের ছোঁয়া।
ধাপে ধাপে অন্ধকারের হাতছানি
ঝিঁঝির ডাকে ভুতের ভবিষ্যৎ!
এরই মধ্যে কূপির আলো দেখে
মনে হয় দুর্গতিনাশিনী,
ভিজে ভাতে ঘুমের ক্লান্তি।
কাদামাখা লাঙলে সকালেও সোঁদা গন্ধ
গোয়ালঘর পেরোলে বোঝা যায়,
স্বপ্ন আমার সেখানেতেই বন্দী!
আবারও ভোর, আবারও কাঁচা রোদ,
আর কাস্তে হাতে মনচুরির গান।