মোকা দিলো ধোঁকা বেশ
বনে গেছি বোকা,
নাচানাচি হলো শেষ
কড়া তাপে শুখা।

মনে ছিলো আশার চমক
বাদল ভরা গেহ,
বাড়লো দাহে তীব্র ঝলক
ঝলসে যায় দেহ।

ফুটিফাটা শুকনো কাদায়
নেই স্বস্তির ফাঁক,
স্বপ্ন এঁকে আজ হতাশায়
সেই তীর্থের কাক।