একটা সাগর পার না হতেই
অন্য সাগর কূলে,
সেখানে তোর বৈঠা বাওয়া
হয়তো মনের ভুলে।

হাল ধরা তাই একটু সাহস
উছলে পড়লো চোখে,
চাঁদের আকাশ পাড়ি দেবো
মরছি বেজায় শোকে।

বললি হঠাৎ "সাগর বুকে
ঈশান কোণে ঝড়,
নৌকো ছেড়ে পাখির মতো
এবার বেরিয়ে পড়।"

রাতের চোখে সব তো পেঁচা
তবে কি আমিও শেষে,
ভাসার আশায় ডুবতে গিয়ে
মিলবো চাঁদের দেশে?