বেশকিছুটা সময় তুলে রেখেছিলাম
একবারও বলিনি কাউকে,
কিছু কিছু গোপন ফাঁকি এসেই যায়
না বলা সব কাণ্ডগুলো সামাল দিতে,
তবুও সব মেনে নিয়েই
অযাচিত গাম্ভীর্যের মুখোশ পড়েও,
যত্নে বাঁচিয়ে সেই বিশেষ ক্ষণের জন্যে
সময়টা তোলাই ছিলো!

ঝমঝমিয়ে বৃষ্টি এসে
মনের ওড়া কল্পনাগুলো ভিজিয়ে দিলো,
বেশ খানিকটা সময় খরচ করেও
জাঁকিয়ে বসেই ছিলাম আশায় আশায়,
বড়বড় জলের ফোঁটাগুলো একসময়
আমাকেও শীতল করে দিলো মনেপ্রাণে,
একসময় শেষবারের মতো শুনলাম,
খেলাটা ভেস্তেই গেছে।

নতুন করে বৃষ্টি মেনে নিয়েই মন ভরালাম
আশ্চর্য হলাম স্বপ্নের দেশেও অ্যাডজাস্টমেন্ট!

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

*** lPL খেলার ফাইনাল রবিবার হবার
কথা ছিলো। বৃষ্টিতে ভেস্তে যায়। তাই এ
লেখা