অনেক দূরে মেঘের বাড়ি
হাত বাড়িয়েও পাইনা,
বাড়াই চিঠি পায়রা-ডাকে
হাওয়ায় ভাসা চাইনা।
গোপন কথা কইছি শোনো
জলপরি পাঠেও না,
অসহ্য এই গরম দেখেও
ঠান্ডা কেন দাও না?
মেঘ বললো,"গাছের অভাব
ঝোড়ো হাওয়াই বয় না,
জমাট বেঁধেও মর্ত্যে আসা
সেই জন্যেই হয় না।
সময় মতোই রাখছি বলে
দু একটি গাছ পুঁতো,
নইলে গরম বেড়েই যাবে
সামলাবে তার গুঁতো।"