বাইরে দারুণ গরম
আবহাওয়া ভ্যাপসা,
খোকাটা ঘেমেনেয়ে
চোখে দেখে ঝাপসা।
বেশ করে জল খা
কলঘরে চান কর্,
তবু খেলে হিমসিম
মেঘেদের কান ধর্।
আচ্ছাসে ধমকেই
কানদুটো মুললে,
বর্ষা ঝরবে ঠিক
ভয়ডর থাকলে।
মেঘের লজ্জা নেই
দুমদাম বাইরে,
বাজা তবে মল্লার
তাই নানা নাইরে।
তানসেন শুনে যদি
ঘুম থেকে নাই জাগে
সাধু সেজে চল যাই
যেখানেই ভাল্লাগে।